ACI Student Chapter

54 Years of Independence!

ব্রিটিশ হতে পাকিস্তান, এই ভূখন্ডের অধিবাসীদের জীবনে স্বাধীনতার আকাঙ্ক্ষা ছিল বহুদিনের। পাকিস্তান প্রতিষ্ঠা ছিল সেই বাসনাপূরণের একটি ধাপ, কিন্তু পাক শাসনের ২৪ বছর শোষণের সব ইতিহাসকেই ছাড়িয়ে গিয়েছিল। আজ হতে ৫৪ বছর আগে ঘোষিত হয়েছিল এই ভূখন্ডের মানুষের পরম আরাধ্যের স্বাধীনতা। বাঙালি পরাধীনতা থেকে দেশমাতৃকাকে রক্ষার উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে হাতে তুলে নিয়েছিল অস্ত্র।

এরপরের ইতিহাস আমাদের বিজয়গাঁথার, স্বাধীনতার ঘোষণার ৫৪ তম বার্ষিকীর মহেন্দ্রক্ষণে দেশের সূর্যসন্তানদের স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

Scroll to Top